মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় শ্রীমতী মাতৃ মঙ্গল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।
বুধবার (১৭সেপ্টেম্বর) সকাল ১০টায় অত্র বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ আয়োজন করা হয়। মোল্লা বশির আহমেদ পান্না,এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জনাব লিখন বনিক ,উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া বরিশাল। তখন তিনি বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
মোঃ বায়েজিদ সরদার , সহকারী কমিশনার ভূমি ,আগৈলঝাড়া উপজেলা। উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম,ছিলেন একাডেমিক প্রধান প্রাণ কুমার ঘটক,
মোঃ কামরুজ্জামান অধ্যাপক ইংরেজি বিভাগ, সরকারি আগৈলঝাড়া কলেজ,ছিলেন শ্রীমতী মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবকবৃন্দসহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.