মোঃ সোহেল রানা,আগৈলঝাড়া প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম প্লাটফর্ম এর উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে গৈলা মডেল ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৈলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল হোসেন টিটু।বক্তারা বলেন, বিদেশ গমনের পূর্বে প্রতিটি ব্যক্তি প্রাথমিক প্রশিক্ষণ গ্রহন করলে বিদেশ গিয়ে বেশি অর্থ উপার্জন করা সহজতর হয়। প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ অবৈধভাবে হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে বৈধভাবে দেশে পাঠালে দেশের ও নিজে উভয়ই লাভবান হবেন। বিদেশ গমনেচ্ছুদের বৈধভাবে বিদেশ যাওয়ার প্রতিও গুরুত্বারোপ করেন বক্তারা।কর্মশালায় যারা বিদেশে যেতে চায় এবং যারা বিদেশ ফেরৎ তাদের সহযোগিতা করে তারে প্রেরিত রেমিটেন্স এর মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল বলেও উল্লেখ করা হয়।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, গৈলা দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলামনেছারী,ইউপি সদস্য রফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত,মশিউর রহমান, শামীম ফড়িয়া, সৈয়দ মনির, মানিক সরদার, ইয়াসির আরাফাত সৌরভ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শীলা বেগম, রোজীনা আক্তার, মমতা বিশ্বাসসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।উক্ত সভায় মাইগ্রেশন প্রোগ্রামের সেবা প্রদান, বিদেশ ফেরত ও গমনেচ্ছুদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান বিষযে আলোচনা করা হয়। ২০২০ সালের এপ্রিল মাসের পরে যারা বিদেশ ফেরত আছেন তাদের ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এর মাধ্যমে সার্বিক সহযোগিতা করা বলেও জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.