মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধিঃ
আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "খেলাধুলা সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদের সবচেয়ে বড় প্রতিষেধক। শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে সমাজে অপরাধের প্রবণতা হ্রাস পাবে।"অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সঞ্জয় গুপ্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম মাহাবুব, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, এনায়েত খান মনু, সাবেক ছাত্রদল নেতা হেমায়েত তালুকদার ও সাহেদ ইসলাম রাতুল।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন, শিক্ষিকা লিওনি শিখা শিকদার, শাহানাজ পারভীনসহ অন্যান্য শিক্ষক ও স্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতামূলক ৫৫টি ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। এটি বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি প্রতিশ্রুতির একটি সুন্দর উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.