ডক্টর্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ব্যাবস্থাপনায় আগৈলঝাড়ায় বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

- আপডেট সময় : ০৫:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

মো: আশরাফ বরিশাল বিভাগীয় ক্রাইম রিপোর্টার:-
“বেশী করে বৃক্ষ রোপন করুন, দূষণ মুক্ত স্বদেশ গড়ুন” এই স্লোগানকে সামনে রেখে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর আয়োজনে নানা রকম বনজ ও ফলজ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।কেন্দ্রীয় ড্যাবের সদ্য সাবেক সভাপতি ডাঃ হারুন আর রশিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা: মেহেদি হাসান ও কোষাধ্যক্ষ ডাঃ জহিরুল ইসলাম সাকিলের নির্দেশনায় এই কর্মসূচী বাস্তবায়ন করেন ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ও ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সহ-দপ্তর সম্পাদক ডা: গোলাম মোর্শেদ সজীব।(১৭জুন) মঙ্গলবার দুপুর ১টায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে এরিয়ার পরিত্যাক্ত জমি পরিস্কার করে প্রায় এক শতাধিক আমলকী, আম,আমড়া, পেয়ারা, লেবু,জলপাই,লিচু চারা সহ নানা রকমের বনজ ও ফলজ বৃক্ষরোপন করা হয়। এছাড়াও বৃক্ষ রোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক আগৈলঝাড়া উপজেলা বিএনপি,আহবায়ক গৈলা ইউনিয়ন, ছিলেন, মো:হেমায়েত তালুকদার, সাবেক ছাএ দলের সাধারণ সম্পাদক আগৈলঝাড়া উপজেলা যুবদল। মো:বদরুজ্জামান সরল,সদস্য সচিব,গৈলা ইউনিয়ন বিএনপি। ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন ডাক্তারসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব বলেন। স্বাস্থ্য কমপ্লেক্স এর সার্বিক উন্নয়ন ও চিকিৎসার মান আরো উন্নত করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। আরো বলেন শুধুমাত্র চিকিৎসা ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবো না।ডাক্তারদের পক্ষ থেকে দেশের বিভিন্ন জরুরি প্রয়োজনে পাশে থাকবো। এখন দেশের যে জলবায়ু পরিবর্তনের প্রায়শ হিসেবে এই বৃক্ষ রোপন কর্মসূচি।