মোঃ সোহেল রানা আগৈলঝাড়া প্রতিনিধি:-
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সদরের আগৈলঝাড়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন।অভিযান চালিয়ে আগৈলঝাড়া বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যে তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তীণ পন্য পাওয়ার অপরাধে মুদি দোকানের মালিক মনতোষ দত্তকে ৩ হাজার টাকা, মুদি দোকানের মালিক গোবিন্দ বিশ্বাসকে ২ হাজার টাকা, সবজির দোকানের মালিক মিন্টু মোল্লাকে ২ হাজার টাকা, সবজির দোকানের মালিক লিটন মোল্লা নাইমকে ২ হাজার টাকা, সবজির দোকানের মালিক আশরাফ মোল্লাকে ২ হাজার টাকা, সবজির দোকানের মালিক সোহাগ সিকদারকে ২ হাজার টাকা, সবজির দোকানের মালিক আ.সালামকে ২ হাজার টাকা ও হোটেল ব্যবসায়ী ইসহাক মোল্লাকে ২ হাজার টাকাসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.