আগৈলঝাড়ায় ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্রাম গাঁজা ব্যবসায়ীসহ ৩ জন আটক

- আপডেট সময় : ০৬:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

আশরাফ, বরিশাল ক্রাইম রিপোর্টার:বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রাম থেকে বিপুল পরিমান মাদকসহ চিহ্নিত শীর্ষ পীযুষ হাওলাদার মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম জানান, মাদক বেঁচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার আস্কর গ্রামের চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাদাৎ হোসেন পীযুষসহ তার দুই সহযোগী শাওন বক্তিয়ার ও ফরিদ বক্তিয়ারকে এলাকাবাসীর সহযোগীতায় গ্রেপ্তার করে পুলিশ। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী পীযুষের ঘর তল্লাশি করে ৫শ পিচ ইয়াবা ও তার দুই সহযোগী শাওন বক্তিয়ার ও ফরিদ বক্তিয়ারের কাছ ২শ পিচ ইয়াবাসহ মোট ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ সময় তাদের সাথে থাকা দুটি মটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় আগৈলঝাড়া থানা পুলিশের এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।পুলিশ আরো জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় স্ব-পরিবারে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন পীযুষ। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেও ব্যর্থ হয় পুলিশ।তারই ধারাবাহিকতায় শনিবার রাতে স্থানীয়দের সহযোগীতায় গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তারকৃতদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।