আগৈলঝাড়ায় হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ইউপি সদস্যার মৃত্যু

- আপডেট সময় : ০৪:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

(বরিশাল) ক্রাইম প্রধান:বরিশালের আগৈলঝাড়ায় গ্রাম্য হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় সাবেক ইউপি সদস্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। পুলিশ গ্রাম্য চিকিৎসক কিরন বেপারীকে গ্রেফতার করে বরিশাল আদালতে প্রেরন করেছে।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের মৃত.সুনীল বালার স্ত্রী সাবেক ইউপি সদস্যা লিপিকা বালা(৬০) ২৪ আগষ্ট দুপুরে অসুস্থ্য হয়ে পরেন। তখন পাশ্ববতী কৃষ্ণ কান্ত বেপারীর ছেলে গ্রাম্য হাতুড়ে ডাক্তার কিরন বেপারীকে ডেকে আনেন লিপিকার পরিবার। সে এসে রোগীকে দেখে অসুস্থ্য লিপিকা বালাকে স্যালাইন দেওয়ার প্রস্তুতি নেন। এসময় লিপিকার ছেলে শিক্ষক সঞ্জিব কুমার বালা গ্রাম্য চিকিৎসক কিরন বেপারীকে স্যালাইন ও ইনজেকশন পুশ করতে নিষেদ করেন। তার পরেও কিরন বেপারী বলেন স্যালাইন দিলে সে সুস্থ্য হয়ে উঠবেন। পরে লিপিকার শরীরে স্যালাইন ও ইনজেকশন পুশ করেন গ্রাম্য ডাক্তার কিরন বেপারী। স্যালাইন ও ইনজেকশন পুশ করার ৩ মিনিটের মধ্যে অসুস্থ্য লিপিকা বালা চিৎকার দিয়ে মারা যান। তার মৃত্যুর সাথে সাথে কিরন বেপারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় পুলিশকে সংবাদ দিলে থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে মহিলা পুলিশ দ্বারা সুরাতাল রিপোট তৈরী করে রোববার রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় মৃত্য লিপিকা বালার ছেলে শিক্ষক সঞ্জিব কুমার বালা বাদী হয়ে ভুল চিকিৎসায় তার মায়ের মৃত্যু অভিযোগে এনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, যার নং-৯(২৫-৮-২০২৫)। ওই মামলার আসামী গ্রাম্য ডাক্তার কিরন বেপারীকে রোববার রাতেই এসআই আব্দুল্লাহ আল মামুন নিজ এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।রোজ সোমবার সকালে গ্রেফতারকৃতকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এবং লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারসহ লাশ পোষ্টমর্ডেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।