মো:আশরাফ, বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের-কোদালধোয়া সড়কের পাশে বোরো ব্লকের সেচ পাম্প বন্ধ করা নিয়ে একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেবাচিম হাসপাতাল নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা শনিবার রাতেই ঢাকায় প্রেরন করেন। এঘটনায় গুরুতর আহত মামুন খানের পিতা সেকেন্দার আলী খান বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেচ পাম্পটি বাকাল গ্রামের সেকেন্দার খানের ছেলে পোল্ট্রি ব্যবসায়ী মামুন খান (৩৮)’র বাড়ি পাশে হওয়ায় শনিবার বিকেলে ব্লকের ম্যানেজার কবির ফকির সেচ পাম্প বন্ধ হয়ে গেলে পুনরায় সেচপাম্প চালু করার জন্য মামুন খানকে বলেন যান। বন্ধ হওয়া সেচ পাম্প মামুন খান চালু করতে গেলে বাধাঁ দেন একই এলাকার শাহেবালী ফকিরের ছেলে মোস্তফা ফকির (৫০)।
এঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় মোস্তফা ফকির তার হাতে থাকা ধরালো কাস্তে দিয়ে মামুন খানের হাত কুপিয়ে গুরুতর আহত করে। তাকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেবাচিম হাসপাতাল নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা শনিবার রাতেই ঢাকায় প্রেরন করেন। এঘটনায় গুরুতর আহত মামুন খানের পিতা সেকেন্দার আলী খান বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এবিষয়ে অভিযুক্ত মোস্তফা ফকিরকে পাওয়া যায়নি। তার ছেলে মহিন ফকির বলেন, তুচ্ছ ঘটনায় নিয়ে মামুন খানের সাথে বিরোধ সৃষ্টি হয়েছিল। মামুন সুস্থ্য হয়ে এলাকায় আসলে স্থানীয়রা বসে বিষয়টি দেখবেন। আগৈলঝাড়ার ওসি(তদন্ত) সুশংকর মল্লিক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে তদন্তের জন্য এক এসআইকে পাঠানো হয়েছে। এসআই থানায় এসে তদন্ত রিপোট দেওয়ার পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.