আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের মধ্যে হামলা-সংঘর্ষে আহত ১২, আটক ৪

- আপডেট সময় : ০৬:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের মধ্যে হামলা-সংঘর্ষে আহত ১২, আটক ৪
আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
আগৈলঝাড়ায় পুর্ব বিরোধের জের ধরে এসএসসি পরীক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। এসময় আস্কর, বারপাইকা, তালতা, গৈলা এলাকার শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে লাঠিচার্চ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ এঘটনায় ৪ জনকে আটক করেছে।আহত ও স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি (সমাজ বিজ্ঞান)পরীক্ষা শেষে ভোকেশনাল শাখার পরীক্ষার্থী ইসমাইল শাহ’র সাথে পূর্ব বিরোধের জের ধরে আস্কর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। আস্কর, বারপাইকা, তালতা, গৈলা এলাকার শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এসময় শিক্ষার্থীদের পক্ষে বহিরাগতরাও হামলায় জড়িয়ে পরে। এসএসসি পরীক্ষার্থী ইসমাইল শাহ গৈলা ইউনিয়নের তালতা গ্রামের রিফাত বালীর উপর হামলা চালায়। এসময় তালতা গ্রামের জ্বুাইরুল ইসলাম আবেদ বাধা দিতে গেলে তার উপরও হামলা চালায় ইসমাইল শাহর পক্ষের লোকজন। এসময় দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় জুবাইরুল ইসলাম আবেদ, পার্থ হালদার, নয়ন হালদার, আপন হালদার, অন্তর বেপারী, অমৃত দাস, গৈলা গ্রামের রিফাত বালী ও বারপাইকা গ্রামের ইসমাইল শাহসহ ১২জন আহত হয়। এসময় বাঁধা দিতে গিয়ে ম্যানেজিং কমিটির সদস্য অরবিন্দু বিশ্বাসও আহত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে এসআই মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাঠি চার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
এসময় তালতা গ্রামের জুবাইরুল ইসলাম, পার্থ হালদার, গৈলা গ্রামের রিফাত বালী ও বারপাইকা গ্রামের ইসমাইল শাহকে আটক করে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব হরিপদ সরকার বলেন, পরীক্ষা শেষে কেন্দ্রের বাহিরে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে আহত ৪জনকে চিকিৎসা শেষে থানায় নিয়ে গেছেন।এব্যাপারে থানার এসআই মোশারফ হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
I am extremely inspired together with your writing abilities and also with the layout to your weblog.
Is this a paid subject matter or did you customize it yourself?
Either way keep up the nice high quality writing,
it is uncommon to look a nice blog like this one these days.
Fiverr Affiliate!