মোঃ সোহেল রানা বরিশাল জেলা প্রতিনিধি:আসন্ন শারদীয় দূর্গা উৎসব ২০২৫ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা আয়োজন করা হয়। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় সনাতন ধর্মের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক তিনি বলেন দুর্গাপূজা চলাকালীন সময়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং আসন্ন পূজার নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বরূপ করেন। বক্তব্য রাখেন মোঃ বায়েজিদ সরদার , সহকারী কমিশনার ভূমি ,আগৈলঝাড়া উপজেলা।আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম,আগৈলঝাড়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না,আগৈলঝাড়া এবং গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রি,ছিলেন উপজেলার সাংবাদিকবৃন্দ,ও মন্দির কমিটির সভাপতি সম্পাদকগনসহ অনেকেই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.