বরিশাল বিভাগীয়,ক্রাইম রিপোর্টার:-
বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাট বাজার থেকে মুদি দোকানের মালামাল নিয়ে যাবার সময় ভ্যানের চাকা ভেঙ্গে নিচে পরে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
জানা গেছে,আজ সোমবার দুপুরে সাতলা যাবার পথে উপজেলার পয়সারহাট বেলী ব্রিজে মুদি দোকানের মালামাল নিয়ে ওঠার সময় ভ্যানের চাকা ভেঙ্গে নিচে পরে এক ব্যবসায়ীর মৃত্যু হয়।
তিনি উজিরপুর উপজেলার সাতলা গ্রামের মাজেদ বিশ্বাসের ছেলে সাতলা বাজারের ব্যবসায়ী মতিয়ার বিশ্বাস (৪০)।
এসময় স্থানীয়রা ব্যবসায়ী মতিয়ার বিশ্বাসকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিরন হালদার তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.