আগৈলঝাড়ায় ভোট গ্রহন করতে ১১০৬জন কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন

- আপডেট সময় : ১০:৩৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন বরিশাল বিভাগীয় প্রতিনিধিঃ-
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বরিশালের আগৈলঝাড়ায় তৃতীয় ধাপে ২৯মে ভোট গ্রহন করতে ১১০৬জন কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন প্রশিক্ষণ ইনিষ্টিটিউট এর আয়োজনে২২ ও ২৩ মে বুধবার ও বৃহস্পতিবার ভেগাই হালদার পাবলিক একাডেমী হল রুমে দুই দিন ব্যাপি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি, জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আবুল কালাম, সহকারী রিটার্নিং অফিসার বাসুদেব সরকার, আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মুহাম্মদ জহিরুল ইসলাম, আনসার ভিডিপির উপজেলা ইনস্পেক্টর।প্রশিক্ষণে উপজেলার ৬০টি কেন্দ্রে ভোট গ্রহনের জন্য ৭০জন প্রিসাইডং অফিসার, ৩১৮জন সহকারী প্রিসাইডং অফিসার এবং ৭১৮জন পোলিং অফিসারসহ মোট ১১০৬জন অফিসার প্রশিক্ষণ গ্রহন করেন। এসময় ভোট গ্রহনের সাথে সংশ্লিষ্ঠ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।