সংবাদ শিরোনাম :
আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানে জরিমানা

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ২ টি বেকারী ব্যবসা প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আইন-শৃংখলা বাহিনীর সহযোগীতায় (৩ সেপ্টেম্বর) বুধবার সকালে কালুরপাড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক অপূর্ব অধিকারী,ও বরিশাল জেলা সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন অপরাধে মদিনা বেকারীকে ২০ হাজার টাকা ও মায়ের দোয়া বেকারীকে ১০ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আগৈলঝাড়া থানার এসআই রুহুল আমিনসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।