আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

- আপডেট সময় : ১০:০০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আইন-শৃংখলা বাহিনীর সহযোগীতায় আজ মঙ্গলবার আগৈলঝাড়া গৈলা রথখোলা এস্টানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন। এসময় রথখোলা এস্টানে মূল্যে তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করার কারনে মিকি আইসক্রিম ফ্যাক্টরিকে ৭ হাজার টাকা,সোহাগ স্টোরকে ১ হাজার টাকা,বাচ্চু স্টোরকে ২ হাজার টাকা,ও আয়ান ফার্মেসিকে ৫ হাজার টাকাসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।