আগৈলঝাড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের জন্য স্মরণসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে

মো:আশরাফ,বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতের স্মরণে আজ বুধবার সকালে আগৈলঝাড়া উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতের স্মরনে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছরোয়ার হোসেন, শিক্ষক জামাল মুন্সী, আনোয়ার হোসেন, লিউনী শিখা শিকদার, শাহনাজ পারভীন ও মাহামুদুল হক মিঠুসহ প্রমুখ। স্মরনসভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ আলামিন হোসেন।


























