রাসেল মাহামুদ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়া উপজেলা হলরুমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে “অদম্য নারী পুরস্কার ২০২৫” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরতা ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা পাঁচজন অদম্য নারীকে এ সময় সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিখন বনিক। তিনি বলেন, অদম্য নারীরা আমাদের সমাজের আলোকবর্তিকা।তাদের সংগ্রাম,সাফল্য এগিয়ে চলার গল্প আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণা। শত প্রতিকূলতার মধ্যেও কাজ করে তারা নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।বেগম রোকেয়ার দেখানো পথে হেটেই আজ নারীরা সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
তিনি আরো উল্লেখ করেন, অদম্য নারী পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়ায় অনেক যোগ্য নারীর মধ্য থেকে যাচাই-বাছাই করে শ্রেষ্ঠ পাঁচজনকে নির্বাচিত করা হয়েছে। সমাজ ও পরিবারের গণ্ডি পেরিয়ে কর্মে, উদ্যোগে, মানবিকতায় যারা দৃষ্টান্ত স্থাপন করেছেন—তারাই পেয়েছেন এ মর্যাদাপূর্ণ সম্মাননা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মঠ নারী উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ এলাকায় নারী জাগরণে নতুন উদ্যম যোগাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সবাই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.