আগৈলঝাড়ায় বাড়ি ফেরার পথে মামলার বাদীর ওপর হামলা

- আপডেট সময় : ০২:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন বরিশাল জেলা প্রতিনিধিঃ-
আগৈলঝাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পথে বাদীর উপর হামলার ঘটনা ঘটেছে। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা বাকাল ইউনিয়নের পশ্চিম বাকাল গ্রামে জব্বার ফকির ও শামছুল ফকিরের যৌথ পুকুরের মাছ ধরাকে কেন্দ্র বিরোধের বিষয় জব্বার ফকিরের স্ত্রী আছমা বেগম জিজ্ঞাসা করতে গেলে তাকে গালাগাল করে শামছুল ফকির। স্ত্রীকে গালাগালের প্রতিবাদ করতে গেলে স্বামী জব্বার ফকিরকে প্রতিপক্ষ শামছুল ফকিরের নেতৃত্বে ৩-৪ জনে একটি দল ধাওয়া করে জব্বারকে মামলা দিয়ে হয়রানির হুমকি দেন তারা।এঘটনায় জব্বার ফকির বাদী হয়ে মঙ্গলবার বিকেলে শামছুল ফকিরসহ ৩-৪ জনের নামে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ি ফেরার পথে বাকালহাটে পৌছালে বাদী জব্বার ফকিরের উপর অভিযুক্ত শামছুল ফকিরের ভাই হাবুল ফকির, মতলেব ফকির, সেরজন ফকির ও ভাতিজা শিপলু ফকিরের নেতৃত্বে তার উপর হামলা করে গুরুতর আহত করে ফেলে রাখে। স্থানীয়রা জব্বার ফকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এব্যাপারে অভিযুক্ত শামছুল ফকির বলেন, জব্বার ফকিরের শরিকরা মাছ ধরেছে। আমি বাধা দিলে বিরোধ সৃষ্টি হয়। জব্বার ফকির আমার নামে থানায় মিথ্যা লিখিত অভিযোগ দায়ের করায় আমার ভাই ও ভাতিজারা মিথ্যা অভিযোগের বিষয়ে জব্বারকে জিজ্ঞাসা করলে বাকবিতন্ডার এক পর্যায় হাতাহাতির ঘটনা ঘটে।এঘটনার তদন্তকারী কর্মকর্তা আগৈলঝাড়া থানার এসআই শফিউদ্দিন বলেন, জব্বার ফকিরের উপর হামলা করে আহত করার ঘটনা আমরা শুনেছি। ঘটনাটি ওসি স্যারকে জানানো হয়েছে। জব্বার ফকির সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।