আগৈলঝাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহে খামারিদের মিলনমেলা, র্যালী ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৭:৪৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা, বরিশাল জেলা প্রতিনিধি;
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বর্ণাঢ্য র্যালী, প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬ নভেম্বর) সকাল থেকেই উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও মাঠ প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন খামারিদের অংশগ্রহণে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, পোলট্রি পণ্য, দুগ্ধজাত খাবারসহ আধুনিক খামার ব্যবস্থাপনা উপকরণ স্থান পায়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:পলাশ সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক। তিনি বলেন,”প্রানিসম্পদ খাত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। খামারেদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ খাতকে আরো সমৃদ্ধ করতে হবে” সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির আহবায়ক সিকদার মোঃ হাফিজুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, ছিলেন আগৈলঝাড়া মডেল প্রেসক্লাব সভাপতি আকাশ মাহামুদ,মডেল প্রেসক্লাব সহসাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন,বিশিষ্ট খামারী শামীম শিকদার
সুফলভোগী খামারী শেফালী রায় শহিদুল ইসলাম ফকির,অর্পনাম বাগচী ও আফরোজা আক্তার বক্তব্যে বলেন, সরকার ঘোষিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করার মাধ্যমে জনগণকে সচেতন করার পাশাপাশি খামারিদের মধ্যে আধুনিক প্রযুক্তি বিস্তারের সুযোগ সৃষ্টি হয়।দিনব্যাপী কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, খামারী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




















