
মোঃ সোহেল রানা, বরিশাল জেলা প্রতিনিধি :
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা উপজেলার কার্যালয়ের কর্মীরা। বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে কর্মীরা একত্রিত হয়ে মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ করেন।
তখন তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ায় কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে। তাদের দাবি—নিয়োগ বিধি দ্রুত কার্যকর করে কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সুশান্ত কুমার দাস, প্রিন্স ওঝা, মোঃ নাজমুল ইসলাম, পরিমল হালদার ও সঞ্জয় ঢালী।
এছাড়া উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ পরিদর্শিকা ফিরোজা জাহান মিলি, সমাপ্তি নাগ, জাকিয়া সুলতানা এবং উপজেলার সকল পরিবার কল্যাণ সহকারী। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—তামান্না আক্তার, অলকা রানী দাস, গীতা রানী মজুমদার, অলকা দাস, প্রতিভা বাড়ৈ, মনিকা দাস, রাবেয়া আক্তার সুমি, বিভা হালদার, জয়ন্তী হালদার, তিথি মন্ডল, প্রিয়ংকা হালদার, সুমিতা চন্দ, মিতু আক্তার, তানজিলা আক্তার ও কানন সরকার।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অন্যান্য উপজেলার মতো আগৈলঝাড়ায়ও পর্যায়ক্রমে চলমান থাকবে। কর্মীদের শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচি ঘিরে এলাকায় সরব আলোচনা সৃষ্টি হয়েছে।প্রতিবাদকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও সমস্যার সমাধানের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.