বরিশাল ক্রাইম রিপোর্টার:-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গুচ্ছ গ্রামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) বুধবার দুপুরে ঘরে একা পেয়ে একই এলাকার মতিউর সন্যামতের বখাটে ছেলে সুমন সন্যামত জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রী কিছুটা অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মাকে বলে দেন।ঘটনাটি ঘটেছে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গ্রামে। বুধবার দুপুরে এই ধর্ষণের ঘটনা ঘটে। একই দিন রাতে ধর্ষিতার মা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় সুমন সন্যামতকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম ধর্ষণের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষককে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.