মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের হত দরিদ্র বিবেক হালদারের মেয়ে নিজের পছন্দের কলেজে ভর্তি না হয়ে বাড়ির পাশের কলেজে ভর্তি হতে বলায় পিতা মাতার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এইচ,এস,সি ভর্তি ইচ্ছুক এক শিক্ষার্থী। পুলিশ ঘটনাস্থলে থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছেথানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের দরিদ্র বিবেক হালদারের মেয়ে বিথী হালদার (১৭) এইচ,এস,সিতে পড়াশুনার জন্য শশিকর কলেজে ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করে। বিথীর দরিদ্র বাবা মা তাকে বাড়ির পাশের বাগধা স্কুল এন্ড কলেজে ভর্তির জন্য বলে। পছন্দের কলেজে ভর্তিতে বাধা দেয়ায় কয়েকদিন যাবত বিথীর মন খারাপ ছিল।অন্যান্য দিনের মতো শনিবার বিথীর বাবা কাজে যায় এবং তার মা মামা বাড়ি গেলে সেই সুযোগে শনিবার দুপুরে বিথী নিজের বসত ঘরের মধ্যে গলার ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিথীর লাশ উদ্ধার করে পরবর্তি আইনী ব্যবস্থা গ্রহন করেছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.