মো : সোহেল রানা
আগৈলঝাড়া প্রতিনিধি:
আগৈলঝাড়ায় গভীর রাতে দুটি স্প্রিট বোড যোগে আসা বাগধা বাজার থেকে ডাকাত সন্দেহে ১৮ জনকে আটক করে পুলিশের দিয়েছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে উজিরপুর উপজেলার সাতলা থেকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার নদী বন্দর বাগধা বাজারের স্থানীয়দের কাছে ফোন আসে দুইটি স্প্রিট বোটে ১৫-২০ জনের একটি ডাকাত দল বাগধা বাজারের দিকে যাচ্ছেন। এঘটনায় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষনা দিয়ে স্থানীয় সবাইকে ডাকাত দলকে প্রতিরোধের আহবান জানান। এর কিছুক্ষন পর বাগধা বাজারে দুটি স্প্রিট বোটে ১৮ জন সদস্য আসলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা জানান ডিবির সদস্য, পরে স্থানীয়রা পরিচয় পত্র দেখতে চাইলে দু-একজন বাদে অন্যন্যারা পরিচয়পত্র দেখাতে না পারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইউনিফ্রর্ম গায়ে না থাকায় স্থানীয়দের সন্দেহ আরো বেড়ে যায়। পরে তাদের বাগধা বাজরের একটি দোকানে বসিয়ে রেখে বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি ও আগৈলঝাড়া থানা পুলিশকে খবর জানান। ইতিমধ্যে বাগধা বাজারে ডাকাত ধরা পরার সংবাদ ছড়িয়ে পরলে মুহুর্তের মধ্যে শত-শত এলাকাবাসী ও ব্যবসায়ীরা জরো হন। তাৎক্ষনিক আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্দ লোকজন সামাল দিতে পুলিশ লাঠিলার্জ করে পরিস্থিতি নিয়স্ত্রনে আনে।পরে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্য, স্প্রিট বোডের দুই চালকসহ ১৮ জনকে ওই রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তাদের থানায় নিয়ে আসার পর থানার ওসি মো.আলম চাঁদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও সহকারী পরিচালক মো.এনায়েত হোসেনসহ বাকীদের সাথে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেয়। এব্যাপারে উপজেলার বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি জানান, আটককৃত ১৮ জনকে থানায় নিয়ে যায়। পুলিশ তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেয় বলে জানায়।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলম চাঁদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন, উপ-পরিদর্শক ইশতিয়াক, মু.আ.মজিদ, সহকারী উপ-পরিদর্শক ফারুক হোসেনসহ ১৮ জনের একটি দল মাদকের অভিযানে বাগধা আসেন। তাদের পরিচয় জানার পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।এব্যাপারে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো.এনায়েত হোসেন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা উদ্ধারে ১৮ জন সদস্যের একটি টিম আগৈলঝাড়ার বাগধা বাজারে আসেন। পরে স্থানীয় চেয়াম্যান, ইউপি সদস্য, পুলিশ এসে উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিচয় নিশ্চিত হওয়ার পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.