আগৈলঝাড়ায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

মো:আশরাফ:বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রাক-এর আয়োজনে “জলবায়ু পরিবর্তন ও করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশাসন সভাকক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:গোলাম মোর্শেদ সজীব।
সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্বাস্থ্যঝুঁকি, ভবিষ্যৎ করণীয় এবং প্রতিরোধমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্রাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির ডা:গোলাম মোর্শেদ সজীব বলেন— জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে, বিশেষ করে তাপমাত্রা বৃদ্ধি, ডায়রিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন অসংক্রামক ও সংক্রামক রোগের প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বক্তব্যে তিনি আরো বলেন—জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সমস্যা নয়,এটি একটি বড় স্বাস্থ্যঝুঁকি। জনগণকে সচেতন করা, প্রতিরোধক মূলক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, এনজিও এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টাই জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।
সেমিনারে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, ডা:শিশির কুমার গাইন, নার্স, ব্রাক কর্মকর্তা উপস্থিত ছিলেন।




















