মো:আশরাফ বরিশাল আগৈলঝাড়া :-
বরিশালের আগৈলঝাড়া গৈলা বাজারে মধ্য গলিতে যৌথ প্রযোজনায় শুভ উদ্বোধন হলো মেন্স কর্নার।গতো শুক্রবার (১৬ মে) সন্ধা ছয়টায় দোয়া ও মিলাদের মধ্য দিয়ে উদ্বোধন হলো মেন্স কর্নার ও শপিং গ্যালারি। মো: আবির মাহমুদ ও মো:খায়রুল ইসলাম এই ২ জনে যৌথ ভাবে মিলিত হয়ে ব্যবসা শুরু করেন।উদ্বোধনের শুরুতেই ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ক্রেতা তার পছন্দ মতো পণ্য নির্বাচন করেন। কয়েকজন ক্রেতা বলেন, গৈলা বাজারে একেই দোকানে পুরুষদের এধরণের পণ্য অভাবনীয়। এখানে এসে পছন্দের পণ্য সাশ্রয়ী দামে কিনতে পারছি। বেশ ভালো লাগছে। সুন্দর পরিবেশ। যারা এ সপ টি বাস্তবায়ন করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। আবির মাহামুদ ও খাইরুল ইসলাম জনান দীর্ঘদিন খেলাধুলার মধ্য দিয়ে ছিলাম এখন নিজেদের স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবো। সবার দোয়া ও সার্বিক সহযোগিতা প্রয়োজন। এখানে যে সমস্ত মালা মাল পাওয়া যাবে পুরুষদের উন্নত মানের জিন্স প্যান্ট,শার্ট,থ্রি কোয়াটার, টি-শার্ট, জার্সি, পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মো: এনায়েত খান(মনু)।যুগ্ন আহবায়ক আগৈলঝাড়া উপজেলা বিএনপি,আহবায়ক গৈলা ইউনিয়ন। ছিলেন রাতুল ইসলাম সাহেদ। সদস্য সচিব,আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল। রায়হান ইসলাম সাধারণ সম্পাদক গৈলা ইউনিয়ন ছাত্রদল। ছিলেন বাজার ব্যবসায়িক সমিতির সদস্যরা।পরে উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করে বাজার মসজিদের ইমাম ও দাসের হাট মসজিদের ইমাম মাওলানা হাজানুর হোসাইন সহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.