বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিতরণ করা খাবার আলু পরিবর্তন করে বিএডিসি বীজ আলু বিতরণ করা হয়েছে। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে পরে। বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তের উপ—পরিচালক (ডিডি) মো. মুরাদুল হাসান তদন্ত করে সত্যতা পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়কে শোকজ করেন।এছাড়া তিনি কৃষকদের খাবার আলু ফেরত নিয়ে বীজ আলু দেবার নির্দেশ দেন আগৈলঝাড়া উপজেলা কৃষি কর্মকর্তাকে। উপজেলা কৃষি কর্মকর্তা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) থেকে উন্নতজাতের ‘সানসাইন’ আলুর বীজ ক্রয় করে কৃষকের বীজ আলু বুঝিয়ে দিয়ে পূর্বের দেয়া বকেয়া আলু ফেরত নেন।কৃষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষকদের মাঝে আলু প্রদশনীর্র জন্য রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের চাষি আমল হালদার, পশ্চিম মোল্লাপাড়া গ্রামের চাষি দশরৎ হালদার, মোল্লাপাড়া গ্রামের মকবুল হোসেন জমাদ্দার, বাকাল ইউনিয়নের বড়মগরা গ্রামের চাষি তরনী শিকারী ও বাকাল গ্রামের যতীন্দ্রনাথ মিস্ত্রীসহ ৫জন আলু চাষিকে নির্ধারণ করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।আলু চাষের জন্য প্রত্যেক চাষীকে ইউরিয়া ২৫ কেজি, পটাশ ৩০ কেজি, জৈবসার ১৪ কেজি, ডিএফপি ২০ কেজি, দস্তা ১ কেজি, জিং ১ কেজি ও আলুর বীজ ২শত কেজি করে মোট এক হাজার কেজি আলু দেওয়া হয়। চলতি মৌসুমে চাষীরা আলু রোপণের জন্য জমি চাষ ও সার দিয়ে প্রস্তুত করেন।চাষীদের অভিযোগ ছিল বীজ আলুর পরিবর্তে তাদেরকে খাওয়ার আলু দেয়া হয়েছিলো। চাষীরা টাকা খরচ করে জমি প্রস্তুত করলেও কৃষি অফিসের দেওয়া নিম্নমানের আলু রোপণ করলে ক্ষতিগ্রস্ত হবে বলে তারা ওই আলু রোপণ না করে অফিসে বার বার ধরনা দিয়ে কোন সুফল পায়নি।এব্যাপারে বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ—পরিচালক (ডিডি) মো. মুরাদুল হাসান বলেন, খাবার আলু পরিবর্তন করে বিএডিসির বীজ আলু কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ ধরনের কাজ করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়কে শোকজ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.