মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:-
বরিশালে আগৈলঝাড়া উপজেলায় দশম শ্রেণী ১৬ বছর বয়সী এক কিশোরী শিক্ষার্থীকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল পরিবার। খবর পেয়ে ওই বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামে এ ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন সহকারি কমিশনার (ভূমি)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ে ১০ শ্রেণীর শিক্ষার্থী পূজা মল্লিক। বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন অনুসারে তার জন্ম তারিখ ২০০৯ সালে ১৬ মার্চ। সে উপজেলার রাজিহার গ্রামের রঞ্জন মল্লিকের মেয়ে। পূজা মল্লিক একই উপজেলার রামানন্দের আঁক গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মন্টু বিশ্বাসের ছেলে স্বাগতম বিশ্বাস (২৫) এর সাথে শুক্রবার বিয়ের দিন ধার্য করে। বিয়ের তারিখ অনুসারে শুক্রবার দিবাগত রাতে বিয়ের সব আয়োজনই ছিল। কণের বাড়িতে বরযাত্রীও চলে এসেছিল। অপেক্ষা শুধু ব্রাহ্মণ আসার। এরই মধ্যে ঘটনাস্থলে ছুটে যান উপজেলার সহকারি কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। তার আসার টের পেয়ে বর কণে ও বাকাল গ্রামের ব্রাহ্মণ স্বপণ চক্রবর্তী পালিয়ে যায়। এসময় কণের মা রানী মল্লিক ও মামীকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় কণের পিতা রঞ্জন মল্লিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার হস্তক্ষেপে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি এক দশম শ্রেণির স্কুল পড়–য়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। পরে সেখানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধের ব্যবস্থা করি। তিনি বলেন, কনে পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.