মো: সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আগৈলঝাড়া সরকারি কলেজ শাখার উদ্যোগে ভর্তি সহায়তা কেন্দ্র চালু হয়েছে। গত ৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এখানে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে খাবার পানি, স্যালাইন ও ভর্তি–সংক্রান্ত সব ধরনের সহায়তা।কেন্দ্রটি পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আগৈলঝাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা ও বারোপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশনের সভাপতি মো:নাসির উদ্দিন শাহ্। তারা বলেন,শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ করতে আমরা এই কেন্দ্র চালু করেছি। ইসলামী ছাত্র আন্দোলন সবসময় শিক্ষার্থীদের পাশে আছে। আমরা চাই, শিক্ষার মাধ্যমে একটি সুন্দর ও ন্যায্য সমাজ গড়ে উঠুক। ভর্তি সহায়তা কেন্দ্রকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয়ভাবে এই উদ্যোগের প্রশংসা পাওয়া গেছে। ইসলামী ছাত্র আন্দোলন ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.