আগৈলঝাড়ায় আট মামলার আসামী সালাম ফকিরসহ তিন ইয়াবা ব্যবসায়ী আটক

- আপডেট সময় : ১০:২৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা, আট মাদক মামলার আসামী সালাম ফকিরসহ তিন ব্যবসায়িকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এসআই শফিকুল ইসলাম ফোর্স নিয়ে উপজেলার ফুল্লশ্রী এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি ওই গ্রামের রফিজ উদ্দিন ফকিরের ছেলে,আট মাদক মামলার আসামী সালাম ফকির (৪০), একই গ্রামের করিম ফকিরের ছেলে শাকিল ফকির (২০) এবং নগড়বাড়ি গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে শাকিল হাওলাদারকে (২৪) গ্রেফতার করেছে।এরমধ্যে সালাম ফকিরের কাছ থেকে ১০পিচ এবং দুই শাকিলের কাছ থেকে ২পিচ করে মোট ১৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় অভিযান পরিচালনাকারী এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতেই তিন জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, নং-৮ (১৩.৭.২৪)। রবিবার সকালে গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।