মাসুদুল ইসলাম মাসুদ।
চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ৬ বসতঘরের পাশে উপজেলা নির্বাহী অফিসার।
সোমবার (১৩ মে) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের মধ্যম খিরাম গ্রামের ছুফি পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বসতঘরগুলো হলো ওই পাড়ার মাওলানা মো. আজগর, মো. আবু বক্কর, মো. মুন্সি মিয়া, মো. রমজান আলী, মোহাম্মদ আবু তাহের ও মনোয়ারা বেগমের কাচাঁ বসতঘর।
আজ বিকেলে খিরাম ইউনিয়নে আগুনে পুড়ে যাওয়া পরিবারদের পাশে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী মানবিক ভালবাসা নিয়ে তাদের পাশে দাঁড়ান।
এসময় উপস্তিত ছিলেন খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন এবং সকল মেম্বার ও স্থানীয় সর্বস্তরের জনসাধারন।
উপজেলা নির্বাহী অফিসার এসময় ক্ষতিগ্রস্থ প্রত্যেকটি পরিবারকে উপজেলা পরিষদ এর পক্ষ থেকে নগদ অর্থ সহযোগিতা করেন এবং সরকারি অন্যান্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.