আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষ্যে বিএনপির সমাবেশ সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, নির্বাচন কঠিন হবে কারণ নতুন প্রজন্মের বিশাল একটি অংশ প্রথমবারের মতো ভোটার হিসেবে যুক্ত হয়েছে। তাদের চিন্তা ও চেতনা নিয়ে আমাদের কাজ করতে হবে। তরুণ ভোটারদের মনের কথা বুঝে তাদের কাছে পৌঁছাতে হবে। নিজেদেরকে সেই অনুযায়ী প্রস্তুত করতে হবে।
তিনি বলেন, ৩১ দফা রূপরেখায় শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের কথা বলা হয়েছে। শিক্ষিত বেকারদের ভাতা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া বিকৃত ইতিহাস সংশোধন এবং স্বাস্থ্য সেবা সার্বজনীন করার প্রতিশ্রুতিও রয়েছে। আমাদের দায়িত্ব এই বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া।
নেতাকর্মীদের আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। দলের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে হবে। নিজেদের মধ্যে কোনও বিভেদ বা ভুল বোঝাবুঝি থাকলে তা ভুলে যেতে হবে। কাদা ছোড়াছুড়ি করা যাবে না।
সভায় আরও উপস্থিত ছিলেন, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও এবিএমএ রাজ্জাক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.