আগামীকাল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (চিলতমারি, মোল্লাহাট ও ফকিরহাট) উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
আগামীকাল ২১ মে ২০২৪খ্রিঃ অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (চিতলমারি, মোল্লাহাট ও ফকিরহাট) উপলক্ষে নির্বাচন ডিউটিতে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর(পুলিশ ও আনসার) সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে ব্রিফিং এ সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান, পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় আগামীকাল ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪খ্রিঃ অবাধ, সুষ্ঠু, নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে সকল ভোটারগণ স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে ভোট কেন্দ্রের আশেপাশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করতে নির্বাচন ডিউটিতে কর্মরত সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন।
তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি, RAB, আনসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা সংস্থা, সাদা পোশাকে ডিবি, ডিএসবি সকলে মিলে কাজ করবে। অর্থাৎ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে চিতলমারি, মোল্লাহাট ও ফকিরহাট থানা।
বাড়তি নিরাপত্তার কথা চিন্তা করে স্পেশাল স্ট্রাইকিং, মোবাইল টিম ও ডিবির পর্যাপ্ত টিম মোতায়েন আছে।
উক্ত ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ);(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) জনাব এস এম আশিকুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফকিরহাট সার্কেল) জনাব মোঃ রবিউল ইসলাম শামিম, সহকারী পুলিশ সুপার (মংলা সার্কেল) জনাব মুশফিকুর রহমান তুষারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।