মোঃ ইয়াছিন আরাফাত, চট্টগ্রাম প্রতিনিধি।
আগামীকাল ২০ জুন বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথিতযশা সাংবাদিক "দৈনিক সেবক"পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান খান এর ৩৯তম মৃত্যুবার্ষিকী।সাংবাদিক হাবিবুর রহমান খান ১৯৮৫ সালের ২০জুন পবিত্র ঈদুল ফিতরের দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।চট্টগ্রামে প্রায় ত্রিশবছরের অধিক সময় তিনি সততা নিষ্ঠার সাথে সাংবাদিক পেশায় জড়িত ছিলেন।পেশাগত জীবনে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্বসহ একাধিকবার প্রেস ক্লাবের তৎকালীন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।সাংবাদিক হাবিবুর রহমান খান শিক্ষা জীবন শেষ করে প্রথমে চট্টগ্রাম পটিয়ার কর্ত্তলা বেলখাইন মহাবোধি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসাবে নিজের কর্মজীবন শুরু করলেও, একসময় এসে লেখালেখির নেশায় শিক্ষাকতা পেশা ছেড়ে তিনি চট্টগ্রামে কলম সৈনিক হিসাবে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন।সাংবাদিক হাবিবুর রহমান খান চট্টগ্রামের স্বনামধন্য "দৈনিক আজাদী"পত্রিকার প্রথম বার্তা সম্পাদক, "দৈনিক নয়াবাংলা"পত্রিকার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক,ইংরেজি দৈনিক "ইস্টার্ন এক্সামিনার"এর বার্তা সম্পাদক, "দৈনিক আজান" পত্রিকার নির্বাহী সম্পাদকসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।তিনি চট্টগ্রাম থেকেও স্বাধীনতার পর বাংলাদেশ প্রেস কাউন্সিল গঠিত হওয়ার পর কয়েকদফা বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন।
প্রথিতযশা গুণী এই সাংবাদিক ১৯৩০ সালে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বর্তমান বড়লিয়া ইউনিয়নের ওকন্যারা গ্রামের ঐতিহ্যবাহী খান বাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.