নিজস্ব প্রতিবেদক: আগামীকাল শুক্রবার থেকেই আগারগাঁও ফুটপাত ব্যবহার করে কেক বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।কিছুদিন ধরে ফেসবুক বা ইউটিউব এর মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন ঢাকা আগারগাঁও এলাকায় রাস্তার ওপরেই কেক বেচাকেনা চলছে যা ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়েছে।
আসলে প্রথমদিকে একজন ব্যক্তির দেখাদেখি এখন ১০০ জনের বেশি মানুষ কেকের স্টল বসিয়েছে। এমনকি কেউ কেউ প্রাইভেটকারে কেকের দোকান বসিয়েছে । উৎসুক জনতা ভীড় করে বিষয়টি উপভোগ উপভোগ করছে। রীতিমতো ওই এলাকার রাস্তাঘাট দখল করে যে যার ইচ্ছা মতো দোকান বসিয়ে কেক বিক্রয় করছে।এমনকি প্রাইভেটকারে দোকান বসিয়ে কেক বিক্রয় করতে দেখা যাচ্ছে।
এই কেক বিক্রয়কে কেন্দ্র করে বিভিন্ন ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিকেটাররা এসে ভিড় করছে। তাদের ইউটিউব ফেসবুকের জন্য রিল তৈরিতে যেন এক মেলা বসেছে আগারগাঁয়ের ফুটপাত গুলোতে।
বিষয়টি জনদুর্ভোগে পরিণত হয়েছে এমনকি বিভিন্ন মানুষ থানায় গিয়ে বিষয়টি জানিয়ে অভিযোগ করছে। ৯৯৯ নাম্বারে কল দিয়ে জানানো হচ্ছে বিভিন্ন অভিযোগের কথা যে কেক বিক্রয়ের মাধ্যমে তৈরী হচ্ছে জনদুর্ভোগ।
আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের কেক বিক্রয় পট্টিতে প্রশাসনিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।আগামীকাল শুক্রবার থেকে যদি কোন ব্যক্তি কেকের দোকান বসিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিবে প্রশাসনিক কর্তৃপক্ষ।।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.