অ্যাডভোকেট আরিফুল ইসলাম ঢাকাস্থ সাতক্ষীরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত

- আপডেট সময় : ১২:৫১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, খুলনা বিভাগীয়, প্রতিনিধি: অ্যাডভোকেট আরিফুল ইসলাম ঢাকাস্থ সাতক্ষীরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সুপ্রীমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের মরহুম নুরুল ইসলামের বড় পুত্র।
২০০৮ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়ে আইনজীবী পেশায় নিযুক্ত হয়ে ঢাকা জজকোর্ট ও পরবর্তীতে বাংলাদেশ সুপ্রীমকোর্টে আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।
পেশাগত দায়িত্ব পালনকালে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলার আইনজীবী হিসেবে অংশগ্রহণসহ সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের ব্যক্তিগত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে তিনি জানিয়েছেন।
এছাড়া বিভিন্ন সময়ে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে করা রাজনৈতিক মামলার আইনজীবী হিসেবে বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালন করেছেন।
এড. আরিফুল ইসলাম রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাথে যুক্ত আছেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীমকোর্ট বার ইউনিটের সহসম্পাদক ছিলেন। সুপ্রীমকোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপি’র পক্ষে রাজপথের আন্দোলন সংগ্রামে নিয়মিত অংশগ্রহণ করেছেন। বর্তমান তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।