মোঃতৌহিদুর রহমান ক্রাইম রিপোর্টার,যশোর।
শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় লালবাগ থেকে অটো গাড়িতে করে পার্ক মোড়ে আসার পথে কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে অস্ত্রের মুখে জিম্মি হন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচর শিক্ষার্থী আনোয়ার হোসেন। পরে রংপুর শহরের অলিগলি ঘুরিয়ে ১৫ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ৮টার সময় আমি লালবাগ থেকে অটোতে উঠি পার্ক মোড়ে যাওয়ার জন্য। অটোতে চালকসহ আরও চারজন ছিল। একটু সামনে যাওয়ার পর দুই পাশে দুইজন চেপে ধরে কোমরে ছুড়ি ধরে চুপ থাকতে বলে। তখন অটো ঘুরিয়ে রংপুর মুলাটোল এলাকায় এনে আমার কাছে যা টাকা পয়সা ছিলো কেড়ে নেয় এবং বন্ধু-বান্ধব যারা আছে তাদের ফোন করতে বলে। কয়েক জায়গায় ফোন দিয়ে ১৫ হাজারের মতো টাকা জোগাড় হয় সেটা নিয়ে অমাকে ছেড়ে দেয়। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি অপরাধীদের শাস্থি চাই।
ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, বন্ধুকে ছিনতাইয়ের খবর শোনার পর শিক্ষক ও ডিপার্টমেন্টের বড় ভাইদের জানাই। ভাইয়েরা আসলে বিচারের দাবিতে রাতেই মহাসড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ এসে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বেরোবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান খান মারুফ বলেন, ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। আমরা রাতেই অভিযান চালিয়েছি। একজন ছিনতাইকারীর নাম শনাক্ত করা হয়েছে। যতদ্রুত সম্ভব অপরাধীদের আটক করা হবে।
এ বিষয়ে বেরোবি প্রক্টর মো. শরিফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.