অলি আহমদ হঠাং অসুস্থ চিকিৎসাধীন দোয়ার দরখাস্ত

- আপডেট সময় : ১১:২৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ: দেশবরেণ্য প্রবীণ রাজনীতিবিদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. অলি আহমদ বীর বিক্রম হঠাং অসুস্থ হয়ে চিকিৎসাধীন দোয়ার দরখাস্ত দেশবাসী সকলের কাছে। হঠাং অসুস্থ হওয়ায় বাসায় প্রাথমিক সেবা দেওয়ার পর রক্তচাপ কিছুটা স্বাভাবিক হলেও তাঁর শারীরিক সুস্থতার স্বার্থে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (CMH) নেওয়া হয়।
১৯ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ১১টার দিকে (CMH) নেওয়া হয়। রক্তচাপ হঠাৎ অনেক কমে যায় (৬৫/৪২) এবং তিনি ধীরে ধীরে দৃষ্টি ঝাপসা হয়ে আসার অভিযোগ করছিলেন।
ওমর ফারুক (পরিবারের পক্ষে) থেকে জানা যায়,
বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
দলের পক্ষ থেকে জানা যায়, এমতাবস্থায় ২০ সেপ্টেম্বর ২০২৫ ভোর ৬টায় ঢাকা থেকে চন্দনাইশগামী সড়কযাত্রার কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হলো। ইনশাআল্লাহ দুপুর নাগাদ পরবর্তী করণীয় জানানো
হবে।
দেশবাসী ও এলডিপির পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন পরিবার স্বজন দলীয় সমর্থক ও নেতা কর্মীরা । আল্লাহ পাক যেন তাঁকে দ্রুত সেফা দান করুন। আমীন।