অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারে ৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

- আপডেট সময় : ১২:২৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধার পলাশবাড়ীতে থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারে ভিতরে করে বহন কালে পাঁচ কেজি গাঁজার সহ এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
পলাশবাড়ী থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর নির্দেশনায় জেলার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান এর তত্বাবধানে থানার এসআই এরশাদুল হক সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ডের অন্তর্গত মহেশপুর মৌজাস্থ বিটিসি অফিসের সামনে মহাসড়কের উপর গাড়ী চেকিং ডিউটি করাকালে দুপুর দেড় ঘটিকায় রংপুর হইতে ঢাকাগামী “বসুন্ধারা পরিবহন” যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৬৮১৫ উক্ত বাসটি থামিয়ে চেকিং করার সময় উক্ত গাড়ীর যাত্রীবেশী মাদককারবারি আনারুল ইসলাম এর হেফাজতে অভিনব কায়দায় বহনকালে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ১। আনারুল ইসলাম (২৫) লালমনিরহাট জেলার আদিতমারি থানার ভেলাবাড়ী শালমারা গ্রামের হাবেল উদ্দিন ও আনোয়ারা বেগম এর ছেলে।
বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন থানা অফিসার ইনর্চাজ কেএম আজমিরুজ্জামান এই ব্যাপারে পলাশবাড়ী থানার মামলা নং-১৮, গত তারিখ-১৫/০৫/২০২৪ রুজু করা হয়। তিনি আরো জানান,থানা জুড়ে সকল ধরনের অপরাধ নিবারণকল্পে পলাশবাড়ী থানা পুলিশের নিয়মিত গ্রেফতারী অভিযান অব্যহত রয়েছে।