কুতুবদিয়া,কক্সবাজার:দ্বীপ উপজেলা কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নে পাইলটকাটা সরকারি খালে বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ছৈয়দুল করিম নামে এক ব্যক্তিকে বিশ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনও জানান,সরকারি খাল অবৈধ ভাবে দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ছৈয়দুল করিমকে বিশ দিনের জেল দেওয়া হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আসামি ছৈয়দুল করিম উত্তর কৈয়ারবিল রোড পাড়া এলাকার মৃত অহিদুজ্জামানের পুত্র।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আরমান হোসেইনসহ পুলিশের একটি টিম।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.