মোঃ (মুনাইম)হোসেন,নিজস্ব সংবাদদাতা:চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ জুন ২০২৫) দুপুরে সীমান্ত এলাকার হরিপুর গ্রাম সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার দক্ষিণ পশ্চিম সৈয়দপুর গ্রামের মৃত সুগেন্দ্র দাসের ছেলে নেপাল দাস (৪০) এবং নোয়াখালী জেলার হাতিয়া থানার দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের হরিপদ জল দাসের ছেলে শিশু পদ জল দাস (২০)।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবননগর বিওপির দায়িত্বপ্রাপ্ত হাবিলদার আজিজুল হকের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল রবিবার দুপুর পৌনে ৩টার দিকে সীমান্ত পিলার ৬১ এমপি থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টহলে ছিল। এসময় হরিপুর গ্রামের পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে জানা যায়, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.