অবৈধভাবে কাজ চললে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনও’র

- আপডেট সময় : ০২:৫৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

মো: আরমান হোসাইন, বকশিগঞ্জ প্রতিনিধি:জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের বটতলা থেকে গরুহাটি পর্যন্ত চলমান সড়ক নির্মাণকাজের নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন।
বুধবার সকালে সড়কটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। এ সময় তিনি দেখেন, সড়কের কাজে ব্যবহৃত ইটখোয়া ও উপকরণ মানসম্মত নয়।তাৎক্ষণিকভাবে তিনি কাজ বন্ধের নির্দেশ দেন এবং স্পষ্টভাবে জানান, “যতক্ষণ পর্যন্ত নিম্নমানের খোয়া অপসারণ করে মানসম্মত উপকরণ ব্যবহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই সড়কের কাজ চলবে না। অনিয়ম করে কাজ চালানোর চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়রা জানান, সড়কটি পৌর এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ পথ, যেখানে প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী চলাচল করে। নিম্নমানের উপকরণ ব্যবহারে সড়কটি অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।উপজেলা প্রশাসনের এই পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে সড়ক নির্মাণে গুণগত মান রক্ষার দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ গন অধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার সুমন, পৌর বিএনপির সহ -সাংগঠনিক সম্পাদক ভাটি সাইফুল, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সাইয়ুম, সাবেক কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক মঈন সরদার,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিয়াম সিদ্দিকী , কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ সহ অনেকে।