নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:
সাভারের ভাকুর্তা এলাকায় অবস্থিত সাদিক অ্যাগ্রোর খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১ জুলাই) বিকালে ওই খামারে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ব্রাহমা জাতের গরুর বাছুরগুলো জব্দ করে দুদক।
এ সময় পাওয়া যায় আলোচিত সেই ১৫ লাখ টাকার ছাগলটিকেও। জানা যায়, চারদিকে থেকে পলিথিনে ঘেরা একটি ছোট কক্ষে সাভারের এই খামারে রাখা হয় ওই ছাগলটিকে। দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনটি ব্রাহমা জাতের গাভী, ৭ থেকে ১০ মাস বয়সী ৭টি ব্রাহমা জাতের গরুর বাছুর পাওয়া যায়।
অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘আমরা সাদিক অ্যাগ্রোর সাভারের খামারে অভিযান চালিয়ে তিনটি ব্রাহমা জাতের গাভী ও সাতটি ব্রাহমা জাতের বাছুর পেয়েছি। এসময় কাপড় দিয়ে ঘিরে রাখা একটি ছোট কক্ষে আলোচিত সেই ১৫ লাখ টাকা দামের সেই ছাগলটিও পাওয়া গেছে।
এইবার কোরবানিতে ওই ছাগলটি কিনে আলোচনায় আসেন রাজস্ব কর্মকর্তা মরিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.