অপরিপক্ষ আম খাদ্য হিসাবে গ্রহণে মারাত্মক ঝুঁকিতে ফেলছে বলে সাতক্ষীরা জেলা প্রশাসকের বিজ্ঞপ্তি প্রকাশ

- আপডেট সময় : ১২:০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান ক্রাইম রিপোর্টার (সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলায় কিছু অসাধু ব্যাবসায়ি অসদুপায়ে অবলম্বন করে অপরিপক্ক ভাবে পাকানো আম বাজারজাত করে খাদ্য হিসাবে গ্রহনে সাধারণ মানুষকে মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। গত ইংরেজি ২৮ এপ্রিল রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক যৌথভাবে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সকলের অবগতির জন্য জানিয়েছেন যে সাতক্ষীরা জেলায় এ বছর আমের মুকুল দেরিতে আসার কারণে এখনও পর্যন্ত সাতক্ষীরা জেলায় কোথাও গোবিন্দ ভোগ, হিমসাগর,ল্যাংড়া আম পরিপক্ক অবস্থায় উপনীত হয়নি। সাতক্ষীরা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে নিয়ে সভা করে আম সংগ্রহের ক্যালেন্ডার প্রকাশ করবে বলে জানিয়েছেন।সে মোতাবেক বাগান গাছ হতে আম সংগ্রহের বাজারজাতকরণের জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য বিভিন্ন অসৎ উপায় অবলম্বনে পাকানো অপরিপক্ক আম খাদ্য হিসেবে গ্রহণে মারাত্মক ঝুঁকি রয়েছে এ বিষয়ে সকলকে সতর্কতা অবলম্বনের অনুরোধ করা সহ এরূপ অসৎ উপায়ে অবলম্বনে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক।