অপরাধীদের চিহ্নিত করতে বাসা-বাড়ীসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিলেন ওসি

- আপডেট সময় : ০৯:৪৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

এম.আর. চৌধুরী রাজু, নীলফামারী: আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে নীলফামারী থানা পুলিশ৷ এরই ধারাবাহিকতায় “স্মার্ট পুলিশ স্মার্ট দেশ শান্তি সমৃদ্ধির বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে সংঘটিত অপরাধ সনাক্ত আর অপরাধীদের চিহ্নিত করতে নীলফামারীর ১টি পৌরসভা সহ ১৫টি ইউনিয়নের নাগরিকের বসত বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, খামার বাড়ি সহ গুরুত্বপূর্ণ স্থানে স্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দিয়েছেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ মো. তানভিরুল ইসলাম৷
সোমবার, নীলফামারী থানার ফেইসবুক পেজে সদর উপজেলার সাধারণ নাগরিকগণের উদ্দেশ্যে লিখিত আকারে এসব তথ্য জানান তিনি৷ লিখিত আকারে তিনি আরো জানান, “নীলফামারী থানা এলাকাটি যদি “সিসি ক্যামেরার” আওতায় আনা যায় তবে, এলাকার যে কোন অপরাধীর করে যাওয়া অপরাধ আপনার সহযোগিতায় তা উদঘাটন করা সম্ভব। আর তাই স্মার্ট নীলফামারীর সচেতন নাগরিকদের নিকট সহযোগিতা একান্ত ভাবে কাম্য”৷দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “স্মার্ট নীলফামারী গড়ার জন্য নিজ নিজ বসত বাড়ি, আফিস, ব্যবসা প্রতিষ্ঠান, খামার বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে সহযোগিতায় কামনা করছে নীলফামারী থানা। এটি স্থাপন হলে, সব ধরনের অপরাধ হ্রাস পাবে৷ তাই সকলের সহযোগিতায় নিজ নিজ বাসা-বাড়ী ও প্রতিষ্ঠানে স্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের অনুরোধ জামাচ্ছি”৷এদিকে, নীলফামারী থানা ওসির এই পরামর্শটিকে সাধুবাদ জানিয়ে ইতিবাচক সারা ফেলেছে সুশিল সমাজে৷