অন্যের জমিতে বাড়ি করে থাকার পরেও প্রতিবেশীর হুমকির মুখে রংপুরের মাহমুদা
- আপডেট সময় : ১০:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

সেলিম চৌধুরী,জেলা প্রতিনিধি,রংপুর:
রংপুর নগরীর গোয়ালু মধ্যপাড়া গ্ৰামের মোঃ এরশাদ আলীর স্ত্রী মোছাঃ মাহমুদা বেগম(৪০) দীর্ঘ ২৫ বছর যাবত মোঃ মোফাজ্জল হোসেন আমেরিকা প্রবাসীর জমিতে বাড়ি করে আশ্রীতা হিসেবে বসবাস করিয়া আসিয়াছে।
দীর্ঘ দিন ধরিয়া বিবাদী গগ ১/মদন মহন্ত (৪৫),২/মহিন্দ্র মহন্ত (৪৮),৩/মহেশ মহন্ত(৩৫) সর্ব পিতা মৃত ধরণী মহন্ত।সর্ব সাং গোয়ালু (মধ্য পাড়া) থানা-হাজির হাট, রংপুর।
সরেজমিন গেলে মাহমুদা সাংবাদিকদের জানান যে আমি দীর্ঘ ২৫ বছর যাবত এই জমিতে বাড়ি করে বসবাস করছি। কিন্তু বিবাদী গন আমার প্রতিবেশী এবং আমরা পাশাপাশি বাড়িতে বসবাস করি ।
দীর্ঘ দিন ধরিয়া বিবাদী গন উক্ত জমি জবর দখল করার পায়তারা করিয়া আসিতেছে।
আমি বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গের নিকট জানাইলে তাহারা বিবাদী গন কে নিষেধ করিলে বিবাদী গন কাহারো কথার তোয়াক্কা না করিয়া আমার চলাচলের রাস্তা বন্ধ করিয়া ঘর নির্মাণ করেন। এবং আমাকে বিভিন্ন ভাবে ভয় ভিতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে।
এরই ধারাবাহিকতায় গত ০১-০৮-২০২৫ ইং দুপুর আনুমানিক ৩ ঘটিকায় বিবাদী গন জমি দখল করার জন্য আমার বসত বাড়িতে আসিয়া আমার বাড়িঘর ভাংচুর করিবে মর্মে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে।
আমি প্রতিবাদ করায় বিবাদী গন আমাকে মারপিট করার জন্য উদ্যত হয়। ঘটনার সোরগোল শুনিয়া আসপাশের লোকজন আগাইয়া আসিয়া বিবাদী গনের কবল হতে আমাকে রক্ষা করেন। উপস্থিত লোকজনের সামনে বিবাদী গন আমাকে সুযোগ মত পাইলে মারপিট করিবে এবং আমার বাড়িঘর ভাংচুর করিবে বলে ঘটনা স্থল ত্যাগ করেন।
তাই আমি আমাকে এবং আমার পরিবারকে
রক্ষা করার জন্য গত ০৪-০৮-২০২৫ ইং হাজির হাট মেট্টো থানায় একটি অভিযোগ দায়ের করি।
বিবাদী যে কোন মুহুর্তে আমার বাড়িঘর ভাংচুর সহ জমি জবর দখল করার সম্ভাবনা রহিয়াছে। তাই আমি উপরোক্ত বিষয়টি স্থানীয় ব্যক্তিবর্গের নিকট অবহিত করিলে তাহারা আমাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ প্রদান করেন।
তাই আমি সাংবাদিক ভাইদের কলমের লিখনির মাধ্যমে প্রসাশনের সু-দৃষ্টি কামনা করছি।।



















