আশরাফ উদ্দিন বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
ভোট গ্রহণের মাত্র বার দিন আগে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী।আনারস প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রচার চালাচ্ছিলেন তিনি।গৌরনদী উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান, (কাপপিরিচ) প্রতীকের প্রার্থী গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়াকে সমর্থন দিয়েছেন।
শুক্রবার (১৭-মে) সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মী সমর্থকদের নিয়ে এ ঘোষণা দেন তিনি।একই সঙ্গে মেরীকে চেয়ারম্যান প্রার্থী মনির হোসেনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক করা হয়।যদিও ব্যালটে তাঁর প্রতীক রয়ে যাবে।গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণার নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।তিনি এরই মধ্যে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. মনির হোসেনকে সমর্থন দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন।এরমধ্যে দিয়ে এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতায় থাকছেন পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান হারিছ এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া।বরিশাল জেলার মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে আলোচিত গৌরনদী উপজেলা।এখানে রাজনীতির নতুন মেরুকরণ শুরু হয়েছে এক চেয়ারম্যান প্রার্থী আরেক প্রার্থীকে সমর্থন দেওয়ার মধ্য দিয়ে।তবে গৌরনদী পৌরসভার মেয়র পদ ছেড়ে আসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে ঠেকাতে নিজের অবস্থান থেকে সড়ে দাঁড়িয়েছেন মনিরুন নাহার মেরী।তারপরও হারিছুর রহমান উপজেলা নির্বাচনে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে স্থানীয় নেতৃবৃন্দ মনে করেন।এবিষয় কথা হয় প্রার্থী হারিছুর রহমান হারিছ এর সাথে তিনি প্রতিদিনের ক্রাইমকে বলেন,কে কাকে সমর্থন দিয়েছে তা নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নয়।বিষয়টি সাংবাদিকদের মাধ্যমেই আমি জেনেছি।তবে বিষয় হলো আমার বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে অনেকে ভোটের মাঠে নামলেও সাধারণ মানুষের ভালোবাসা প্রার্থী হিসেবে আমি ও পছন্দের তালিকায় মোটরসাইকেল প্রতীক এগিয়ে রয়েছে,সেটা ভোটাদের প্রতি আমার আস্থা ও শতভাগ বিশ্বাস রয়েছে।তিনি আরও বলেন,আমার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।আমি বিপুল ভোটে জয়ী হবো আর সেটা ফলাফলই বলে দিবে।কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মনির হোসেন বলেন,সৈয়দা মনিরুন নাহার মেরীর পূর্ণ সমর্থন পেয়ে নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আমি শতভাগ আত্মবিশ্বাসী।উল্লেখ্য,২৯ মে তৃতীয় ধাপে বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.