অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে জাতিসংঘ

- আপডেট সময় : ০৭:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:-
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। এজন্য বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলছে সংস্থাটি।
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এসব তথ্য জানান।
বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন গোয়েন লুইস। তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে জাতিসংঘ। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে সব দল-মতের মানুষের সঙ্গে আলোচনা করা হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের ছাত্র-জনতার অভ্যুত্থানকে আগেই সমর্থন দিয়েছে জাতিসংঘ। গণতন্ত্র, মানবাধিকার, উন্নয়ন ও নির্বাচনসহ সার্বিক বিষয়ে ভারসাম্য বজায় রাখতে নতুন সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে জাতিসংঘ প্রস্তুত।