অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত বার্তা ইইউ ও যুক্তরাষ্ট্রের

- আপডেট সময় : ০১:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:-
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গণতন্ত্র এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে ওয়াশিংটন। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বৃহস্পতিবার এ কথা বলেছেন।
ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড. মুহাম্মদ ইউনূসের আহবানকে স্বাগত জানান তারা। সরকার ও ড. ইউনূস বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের কূটনীতিক হেলেন লা ফাভে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান ম্যাথু মিলার।
এদিকে ইইউ অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। ইইউর পররাষ্ট্রনীতি–বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী ইইউ। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল কাজে তাদের সহায়তা করা হবে। এ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে বলে তিনি উল্লেখ করেন।