নিজস্ব প্রতিনিধি:-
জানা যায় যে, অদ্য ২২/০৪/২০২৫ খ্রী: তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলাধীন বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের অভিযুক্ত অধ্যক্ষ মো: আমজাদ হোসেন কর্তৃক কলেজে শিক্ষক - কর্মচারী নিয়োগ সংক্রান্ত এবং অভ্যন্তরীন নানাবিধ বিষয়ের অনিয়ম তদন্ত হয়েছে।
তদন্ত করেন রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের পরিচালক মহোদয় ও সহকারী পরিচালক মহোদয়।
জানা যায় যে অধ্যক্ষ বৈধ নিয়োগ প্রাপ্ত প্রভাষক মো: এরশাদ আলী - অর্থনীতি এর বৈধ নিয়োগ বোর্ড ব্যবহার করে মোটা অর্থের বিনিময়ে ভুয়া / জাল ৫ টি বিষয় বাংলা, ইংরেজি, দর্শন, রাষ্ট্র বিজ্ঞান ও ভূগোল নিয়োগ দিয়েছেন। যা তথ্য যাচাই কালে প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তা গণ।
অন্যদিকে কলেজের বিদ্যমান পর্যাপ্ত অর্থের বাৎসরিক আয় - ব্যয়ের সঠিক হিসাব ও প্রয়োজনীয় কাগজ পত্র অধ্যক্ষ দেখাতে পারেন নাই। এমনকি জুলাই ২০২৪ সাল থেকে ২০২৫ সালের আজ অবধি আয়- ব্যয়ের কোন হিসাব ও লিখিত খাতা দেখাতে পারেন নাই অর্থ লোভী অধ্যক্ষ।
আরো জানা যায় যে অধ্যক্ষের নানা অনিয়ম প্রমাণ হয়ে মাউশি অধিদপ্তর অধ্যক্ষের বেতন ভাতা বন্ধ করে দিয়েছেন যা আজ অবধি কার্যকর রয়েছে।
কলেজের শিক্ষক - কর্মচারী, ছাত্র - অভিভাবক, কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো: আ: হাকিম ও কলেজ এলাকার জনসাধারণ কলেজের স্বার্থে দূর্নীতিবাজ ও অর্থ লোটপাট কারী অধ্যক্ষ মো: আমজাদ হোসেনের স্হায়ী বরখাস্ত সহ যথাযথ শাস্তি দাবি করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.