৮২ বছরের বৃদ্ধ স্ত্রী কে বস করার জন্য বেছে নিলেন তান্ত্রিক কবিরাজ এর পথ।
- আপডেট সময় : ১০:২৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে
৮২ বছরের বৃদ্ধ স্ত্রী কে বস করার জন্য বেছে নিলেন তান্ত্রিক কবিরাজ এর পথ।
নিজস্ব প্রতিনিধি -রিয়াজ মিয়া, রূপগঞ্জ উপজেলা।
রুপ গঞ্জের বাড়িয়া ছনি জেলেপাড়ার বৃদ্ধ নিপিন্দ্র সরকার, স্ত্রী কে বস করার জন্য বেছে নিলেন তান্ত্রিক কবিরাজ এর পথ। এই বিষয় ব্যাপক সাড়া ফেলেছে পুরো রুপ গঞ্জ এলাকায় স্থানীয় এলাকাবাসি আমাদের জানিয়েছেন, ৮২বছর বয়সী নিপিন্দ্র সরকার বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত প্রায় ১২বছর এর ও বেশি সময়
এলাকাবাসী আরও জানায় নিপিন্দ্রের বউ মিনতি একটি প্রজেক্টে কাজ করে কিস্তি পরিশোধ করে এবং সংসার চালায়, অন্য দিকে নিপিন্দ্র বলেন তার বউ পরকীয়ায় লিপ্ত! কারন তার বউ অবাধ্য এবং তার সাথে সহবাস করতে চায় না। সুতরাং নিপিন্দ্রের ধারণা স্ত্রী মিনতি রানী একাধিক পরকীয়ায় মনোযোগী। এই বিষয় নি স্বামী, স্ত্রীর মাঝে ঝগড়ার সৃষ্টি হলে নিপিন্দ্র সরকার আত্মহত্যার ও চেষ্টা করে।