৭১ এবং ২৪ দুইটা জিনিস দুইটি স্বাধীনতা- নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভায় এনসিপি নেতা আব্দুল মজিদ

- আপডেট সময় : ০৯:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: ”৭১ এবং ২৪ দুইটা জিনিস, দুইটি স্বাধীনতা, আমি ঠিকমত ৭১ দেখিনি, তখন আমার বয়স কম ছিল, কিন্তু আমি ২৪ এর আন্দোলনে আমার বয়স ৬২ বছর” নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নবগঠিত কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন, দলটির নীলফামারী প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ।
শনিবার (২৮জুন) বিকেলের দিকে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরোও বলেন, ”সবাই মিলে একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি গঠন করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার যখন খর্ব হয় মানুষ তখন তিক্ত হয়। ঠিক তেমনি আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার খর্ব করেছিলো তারই প্রেক্ষিতে জনসাধারণের আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ ছাড়া হয়েছিল পতিত সরকার শেখ হাসিনাকে। বয়স্করা উপদেশ দিবে আর তরুণরা তা পালন করবে”।
এছাড়াও অনুষ্ঠানে পরিচিত ও শুভেচছা বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক পার্টি ডিমলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো:মোশাররফ হোসেন মিন্টু, জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো:রেজাউল করিম রাজু, যুগ্ম আহবায়ক মো:মোহামেনুর রহমান সানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা আহবায়ক মো:মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর সহ আরো অনেকে।
প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য আক্তারুজ্জামান খান।